বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
রবিবার, ৮ মে, ২০১৬
Play Clash Of Clan's With XMOD, No Banned, No Tension.
সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬
download from youtube just one click Bangla tutorial ইউটিউব থেকে ডাউনলোড করুন মাত্র এক ক্লিকেই
downlaod from all video uploading website just one click bangla tutorial
শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬
বিজয় একাত্তর সফ্টওয়ারটি মেশিন আইডি দিয়ে তৈরি করে নিন আপনার পাসওয়ার্ড।
বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬
Rubik's Cube easy solve Bangla Tutorial: রুবিকস কিউব মিলিয়ে ফেলুন সব থেকে সহজে
শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬
বিজয় একাত্তর ডাউনলোড করুন এখান থেকে
শনিবার, ৯ এপ্রিল, ২০১৬
পাসপোর্ট রাখা যাবে এখন থেকে স্মার্টফোনে
পেপারলেস পাসপোর্ট প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোনের মধ্যেই রাখা যাবে পাসপোর্ট। ফলে আলাদা করে আর পাসপোর্ট বহন করতে হবে না। স্মার্টফোন দিয়েই বোর্ডিং পাস ও পাসপোর্টের কাজ চালিয়ে নেওয়া যাবে। দো লারুর পক্ষে একজন মুখপাত্র দ্য টেলিগ্রাফকে জানিয়েছে, পেপারলেস পাসপোর্ট প্রযুক্তি নিয়ে তারা কাজ করছে। এটি এখনও ধারণা ও গবেষণার পর্যায়ে রয়েছে।
স্মার্টফোনে পাসপোর্ট নিয়ে আসার ক্ষেত্রে যে নিরাপত্তা ঝুঁকি রয়েছে সেটি নিয়ে চিন্তিত প্রতিষ্ঠানটির গবেষকরা। গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করেই এ ধরনের প্রযুক্তি নিয়ে আসা হবে বলে জানিয়েছেন ওই মুখপাত্র। পেপারলেস পাসপোর্ট প্রযুক্তি নিয়ে নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠন প্রুফপয়েন্টের ডেভিড জেভান্স বলেন, স্মার্টফোনে ডিজিটাল পাসপোর্ট রাখার জন্য নতুন হার্ডওয়্যারের প্রয়োজন হবে। স্মার্টফোনে ইলেকট্রনিক পাসপোর্টটি জমা থাকবে আর সেটা এয়ারপোর্ট বা অন্যান্য কাজে ব্যবহার করতে হবে তারহীন প্রযুক্তির মাধ্যমে। বিমানের টিকেট বা বোর্ডিং পাসে কিউআর কোড যেভাবে কাজ করে সেভাবেই স্মার্টফোনে রাখা পাসপোর্ট কাজ করবে। ডি- লারুর পক্ষ থেকে জানানো হয়েছে কাগজবিহীন বা পেপারলেস পাসপোর্ট এরই মধ্যে গবেষণায় সাফল্য পেয়েছেন তারা। এখন সেটা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
সূত্র: ওয়েবসাইট।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)